আশার আশে

17

মিজানুর রহমান মিজান

উদাস বেশে আছি বসে
অকুল নদীর তীরে এসে।।
মন যদি এতো কালা
বাড়ায় কেন প্রেমজ্বালা
সদায় মন উথালা
আছি আশার আশে।
ভাব দেখাল সরলা
বাঁশী বাজালো কদমতলা
তীরে যেন বুক বিধিলা
জীবন হরিল অবশেষে।।
দু:খ দিয়া সুখ কাড়িল
মনে প্রাণে তীর ছুড়িল
এখন কেন দুরে রইল
অঙ্গ ঝর ঝর বিষে।।