সুখের খোঁজে

23

কবির কাঞ্চন

মজু মিয়ার সীমিত আয়
ঊর্ধ্বগতির বাজারে
কষ্টে যে তার জীবন কাটে
এই দুনিয়ার মাজারে।

মাসের শেষে মাইনে পেয়ে
যেই না ফিরেন বাড়িতে
এ হাত ও হাত দিতে দিতে
চাল ওঠেনা হাঁড়িতে।

ক্ষুধার জ্বালায় ছেলে কাঁদে
কাঁদে মেয়ে রহিমা
প্রাণে বাঁচার এই লড়াইয়ে
আরও কাঁদে মজু’র মা।

সংসারে তার টানাপোড়েন
জীবন যেন বোঝারে
তাই তো মজুর সুখ নামের এক
সোনার হরিণ খুঁজরে।