বৃষ্টির দিনে

34

ফেরদৌসী খানম (রীনা)

বৃষ্টি মুখর এই মেঘলা দিনে,
ভাবছি বসে আনমনে।

ঐ দূরে মেঘমালা কোথায় ভেসে চলে,
পাখিরা নিশ্চুপ সবুজ পাতার ডালে।

যেখানে বাতাসেরা খেলা করে,
বিজলি চমকায় ঐ দূরে।

আকাশে মেঘেরা দল বেঁধে চলে,
হংস মিথুন সাঁতার কাটে জলে।

জনমানব শূন্য মেঘলা দুপুরে,
মাছেরা ছুটোছুটি করে পুকুরে।

রিমঝিম বৃষ্টির ছন্দে,
মন-ময়ূরী নাচে আনন্দে।

চেয়ে থাকি ঐ নীল-নীলিমায়,
রংধনুর সাত রঙের কারুকার্যতায়।

কদম-কামিনী ফুলের সৌন্দর্যে,
মন নাচে যেন হর্ষে।

কি অপরূপ সেজেছে হায়!
ঘরে মন বেঁধে রাখা দায়।..