জগন্নাথপুরে রাণীগঞ্জ খাদ্য গোদামে ধান ক্রয় নিয়ে অনিয়মের অভিযোগ

15

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন খাদ্য গোদামে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
১৭ জুন সোমবার সরজমিনে দেখা যায়, রাণীগঞ্জ খাদ্য গোদামে কৃষকদের কাছ থেকে ১০৪০ টাকা মন দরে সরকারিভাবে ধান ক্রয় করা হচ্ছে। এ সময় খাদ্য গোদামে উপজেলার বিভিন্ন স্থান থেকে ধান বিক্রি করতে আসা কৃষকদের মধ্যে অনেকে অভিযোগ করে বলেন, এখানে ধান বিক্রি করতে টাকা লাগে। যারা টাকা দেন, শুধু তাদের ধান কেনা হয়। তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে রাণীগঞ্জ খাদ্য গোদাম কর্মকর্তা (ওসিএলএসডি) ছুরত আলী ও জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী বলেন, কৃষি অফিসের তালিকায় যে সব কৃষকের নাম আছে আমরা শুধু তাদের কাছ থেকে ধান ক্রয় করছি। এর বাইরে অন্য কৃষকের কাছ থেকে ধান কেনা সম্ভব হচ্ছে না। যে কারণে তালিকা বহির্ভূত কৃষকরা ধান বিক্রি করতে না পারায় মিথ্যা অভিযোগ করছেন।