ফেঞ্চুগঞ্জে ২০ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন হচ্ছে

41

ফেঞ্চুগঞ্জে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে ২০ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। কুশিয়ারা নদীর উত্তর তীরে দেড় একর ভূমির উপর এ প্রকল্পটি বাস্তবায়ন করবে গণপূর্ত বিভাগ।
সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বিগত বছর বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য থাকাকালীন সময় তাঁর আন্তরিক প্রচেষ্টায় প্রকল্পটি পাস হয়েছে।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি চালু হলে শিক্ষিত বেকার যুবক-যুবতীরা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তাদের বেকাত্ব দূর করার পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করতে পারবে। ঠিক একই ভাবে বিদেশগামী ব্যক্তিগণ এই কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ মানব শক্তি হিসেবে সম্মানজনক পেশার মাধ্যমে অধিক অর্থ উপর্জন করার পাশাপাশি ভাবমূর্তি উজ্জল করা সম্ভব। ইতিমধ্যে ঠিকারদারী প্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করেছে। শীঘ্রই কেন্দ্রের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। দেশের ৪০টি উপজেলায় প্রথম ধাপে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। পর্যায় ক্রমে দেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। সিলেট জেলার মধ্যে প্রথম ধাপে ফেঞ্চুগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে।
গণপূর্ত বিভাগের অফিস সূত্রে জানা যায়, এ প্রকল্পে ৪ তলা বিশিষ্ট একটি ভবন, ৩ তলা বিশিষ্ট ২টি ভবন নির্মাণ করা হবে। ২০২১ সালের মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম শুরু হবে। এতে অত্র এলাকার বেকার যুবরা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে।
ফেঞ্চুগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন হচ্ছে জেনে এলাকার জনসাধারণ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি