বালাগঞ্জে প্রধান শিক্ষিকার অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

12

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বালাগঞ্জের আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা রাণী দাসের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এলাকার সর্বস্তরের লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষিকা অত্র বিদ্যালয়ে যোগদানের পর থেকে মনগড়া পরিচালনা কমিটি গঠন, সরকারি বরাদ্দের টাকা আত্মসাতসহ নানা অনিয়ম করে আসছেন। এ সংক্রান্ত বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়। কিন্তু মামলাটি চলমান থাকাবস্থায় তিনি ফের বিতর্কিত লোকজন দিয়ে পরিচালনা গঠন করেন, যা আদালত অবমাননার সামিল। স্কুলে ৭জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত থাকলেও তারা স্কুল ফাঁকি দেয়ায় দপ্তরী দিয়ে পাঠদান করানো হয়। বিতর্কিত পরিচালনা কমিটির লোকজন তাদের ইচ্ছে মত স্কুল পরিচালনা করেছেন। কমিটির লোকজনের প্রয়োজনে স্কুলের আসবাবপত্র ব্যবহার ও স্কুলের গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করছেন। মানববন্ধনে দুর্নীতিবাজ প্রধান শিক্ষিকার অপসারণ, শাস্তি ও এক তরফা ভাবে গঠিত পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণার জোর দাবি জানানো হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন, হাজি মকদ্দছ আলী, ফারুক মিয়া, বাবুল মিয়া, সামাদ মিয়া, মশাহীদ আলী, বাবুল আহমদ, ছানু শব্দকর, কুটি মিয়া, ছাদেক মিয়া ও ফয়ছল মিয়া প্রমুখ।