কানাইঘাটে ভিজিএফ এর চাল আটকের মামলায় জামিন পেলেন চেয়ারম্যান ফখরুল

9

কানাইঘাট থেকে সংবাদদাতা :
ভিজিএফ এর ৪৩ বস্তা চাল আটকের মামলায় কানাইঘাট রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম আগাম জামিন নিয়েছেন। গতকাল রবিবার হাই কোর্টের একটি ব্রেঞ্চে আগাম জামিনের শুনানীকালে ব্রেঞ্চের বিচারপতি চেয়ারম্যান ফখরুল ইসলামকে আগাম জামিন দেন। উল্লেখ্য যে, গত ৪ জুন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ এর ৪৩ বস্তা চাল ইউনিয়ন পরিষদ থেকে নয়াবাজারে বিতরণের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে চালগুলো স্থানীয় কিছু ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আটক করেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলা সহ নানা অভিযোগ এনে চেয়ারম্যান ফখরুল ইসলামের বিরুদ্ধে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ বাদী হয়ে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন চেয়ারম্যান ফখরুল ইসলাম।