বড়লেখায় গলায় ফাঁস লাাগিয়ে প্রবাসীর আত্মহত্যা

20

বড়লেখা থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখায় প্রবাস ফেরত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) রাতে আব্দুল খালিক (৪০) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্ত শেষে শুক্রবার বিকেলে পুলিশ নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল খালিক দীর্ঘ ১৭ বছর ধরে দুবাই প্রবাসী ছিলেন। স্ত্রী ও একমাত্র সন্তান নিয়ে তাঁর সংসার। গত ৫ মাস আগে দুবাই থেকে দেশে আসেন। কিন্তু পরিবারের ভরণপোষন চালাতে পারছিলেন না তিনি। বৃহস্পতিবার সন্ধ্যার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত পৌনে ন’টার দিকে বাড়ির পূর্বদিকের পুকুর পারের একটি জারুল গাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্ত্রী, বড়বোন, চাচাতো ভাইসহ স্বজনরা রশি কেটে সেখান থেকে নামিয়ে ঘরে আনেন। কিন্তু ততক্ষণেই তাঁর মৃত্যু ঘটে। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের হাশিমপুর গ্রামের মৃত রাশিদ আলীর ছেলে।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রশীদ উদ্দিন শুক্রবার রাতে বলেন, আব্দুল খালিক অভাব অনটনের কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাতেই তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।