গাঁয়ে মধুর স্মৃতি

17

মিনহাজ উদ্দীন শরীফ

গাছগাছালির নিবিড় ছায়ায়
গায় লাগিয়ে হাওয়া;
আম জাম; কাঁঠাল লেবু শসা
মায়ের কাছে চাওয়া।

দমকা বাতাস মনে করায়
আম কুড়াতে যাওয়া;
পোকা ভর্তি আমের বাকল
লবণ দিয়ে খাওয়া।

সকাল- দুপুর নদীর জলে
দল বেঁধে রোজ নাওয়া;
কলমি লতার আড়াল থেকে
রাজ হাঁস করা ধাওয়া।

আজ শহরে ইটের দেয়াল
বাঁধা হয়ে দাঁড়ায়;
মায়ের আদর বাবার শাসন
বুকে সবই নাড়ায়।

গাড়ি-ঘোড়ার শব্দের মাঝে
জীবন রক্ষা দায়;
স্বাধীন ভাবে বাঁচতে হৃদয়
গ্রামে যেতে চায়।