মানব জাতি

22

সেলিম সিকদার

জগৎ জুুড়িয়া আছে ছড়িয়া
মানব জাতি তাহার নাম ;
একই মায়ের উদরে থাকিয়া
জাতপাত করি ব্যবধান।

মাটির দেহ, মাটির শরীর
রক্ত মাংসে দিয়ে গড়া,
পরমেশ্বরের অশেষ রহমতে
দমের মেশিন ফিট করা।

দমের মেশিন একদিন বন্ধ হবে
প্রাণ পাখি উড়ে যাবে
ধর্মে ধর্মে জাতপাত বৈষম্যের
আজ কি বা আছে ?

ধর্মে বর্ণে যদিও ভিন্ন ভিন্ন
সাদা কালো চামড়ার ঢাকা,
একই গাছের ছায়াতলে মোরা
অজস্র তার ডালপালা।

বন্ধ হোক জাতপাতের দোয়ার
একজনই পরমেশ্বর,
মানুষের তরে বিলিয়ে নিজেকে
চুপিচুপি ডাকি বিধাতাকে।

বংশে বংশে তফাত ভুলে ;
মানবের তরে সবার
নিজেকে দিতে হবে বিসর্জন!
তবে পাবে খোদার আসন ।