গোয়াইনঘাট প্রবাসী পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও বিসিএস ক্যাডারদের সংবর্ধনা

18

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবাসী পরিষদেরর কেন্দ্রীয় উপদেষ্টা ফারুক আহমদ বলেছেন মান সম্পন্ন শিক্ষাই উন্নত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি প্রবাসীদের ভুয়সী প্রসংশা করে বলেন প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। রেমিটেন্স যোদ্ধা নামে পরিচিত প্রবাসী ভাইয়েরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এস.এস.সি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী এবং ৩৯তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সৌদি আরব শাখার সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ ও শিক্ষক মোশাররফ হোসেন’র যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম-পরিচালক রাকিব আল হাফিজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আতি উল্লাহ, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলনা গোলাম আম্বিয়া কয়ছে, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মনজুর আহমদ, প্রবাসী পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও লেবানন প্রবাসী আব্দুল আহাদ বাবুল, বারহাল আলীম মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা নেছার আহমদ, গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উল্লাহ, আলীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আহমদ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক মিনহাজ উদ্দিন ও যুগ্ম-সম্পাদক আলী হোসেন, বিসিএস ক্যাডার তাজুল ইসলাম, প্রবাসী পরিষদের কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রচার সম্পাদক আতিকুর রহমান, সহ-সম্পাদক এমএ মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, ক্রীড়া সম্পাদক জামাল উদ্দিন, সৌদি আরব প্রবাসী হাফিজ হেলাল আহমদ, দুবাই শাখার সভাপতি মুসা আল আকবর। প্রবাসী পরিষদের সমন্বয়ক মাষ্টার আবুল হোসেন, গিয়াস উদ্দিন আহমেদ রুবেল প্রমুখ।