শাহ আব্দুল করিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই উজানধলে আসা – ডিআইজি কামরুল আহসান

31
দিরাইয়ের উজানধলে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ী পরিদর্শন করছেন সিলেটের ডিআইজি কামরুল আহসান।

একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্মৃতি বিজরিত উজানধল গ্রামে শাহ আব্দুল করিমের বাড়ী পরিদর্শনে এসে সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বলেন, শাহ আব্দুল করিম দেশের সম্পদ। তাঁর রেখে যাওয়া গান আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। শাহ আব্দুল করিমের গান মা মাটি মানুষের মাঝে বেঁচে থাকবে অনন্ত কাল। এই মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাতেই উজানধলে আসা। শাহ আব্দুল করিমের গানকে ভালোবাসি এখানে এসে আরো ভালো লাগছে।
শনিবার দুপুরে বাউল সম্রাট “শাহ আবদুল করিম’র “বাড়ি পরিদর্শন করতে আসেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান, এ সময় তাদের স্বাগত জানান শাহ আবাদুল করিমের একমাত্র পুত্র শাহ নুর জালাল। ডিআইজির সাথে ছিলেন, এ্যাডিশনাল ডিআইজি মাহবুব, ট্রাফিকের ডিসি ফয়সল মাহমুদ, সুনামগঞ্জের চলতি দায়িত্বে থাকা পুলিশ সুপার মিজানুর রহমান, এ্যাডিশনাল এসপি (দিরাই সর্কেল) বেলায়েত হোসেন সিকদার, অফিসার ইনচার্জ দিরাই কে এম নজরুল প্রমুখ। অনেকের পরিবারের সদস্যরাও সাথে ছিলেন।
প্রতিনিধিদল প্রথমে বাড়ির সংলগ্ন কালনীর তীরে অবস্থিত শাহ আবদুল করিম স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন, তারপর শাহ আব্দুল করিম ও তাঁর সহধর্মিনী সরলার কবর জিয়ারত করেন। শাহ আব্বদুল করিমের বসত ঘরে কিছু সময় কাটিয়ে যোগদেন তাদের সম্মানে আয়োজিত গানের আসরে। আসরে গান পরিবেশন করেন, করিমপুত্র শাহ নুর জালাল, শাহ আব্দুল করিমের শিষ্য রনেশ ঠাকুর, সিরাজ উদ্দিন, দুখু মিয়া সহ আরো অনেকেই। বিদায় কালে পরিদর্শন খাতায় উনাদের মন্তব্য লিখেন এবং আবারও আসবেন বলে আশ্বাস দেন।