কানাইঘাটে ভিজিএফ এর চাল আটকের ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

71

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে স্থানীয় ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মী কর্তৃক বিজিএফ এর ৪৩ বস্তা চাল গত মঙ্গলবার আটক করা হয়। এ ঘটনায় ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম কে আসামী করে নতুন করে থানায় এজাহার দাখিল করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্ত। গত মঙ্গলবার রাজাগঞ্জ ইউনিয়নের বিজিএফ কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ নিয়ে রাস্তায় ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মী বিজিএফএর চালগুলো চেয়ারম্যান ফখরুল ইসলাম সহ পরিষদের ৪ চার জন ইউপি সদস্য কালোবাজারে বিক্রি করার জন্য ট্রাক্টর দিয়ে নিয়ে যাচ্ছিলেন বলে তারা চালগুলো আটক করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং ঘটনাস্থলে বিকেল ৫টার দিকে গিয়ে চালগুলো জব্দ করে থানা পুলিশের মাধ্যমে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ঐ দিন রাতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্ত বাদী হয়ে চাল আটকের ঘটনা নিয়ে কাউকে আসামী না করে থানায় এজাহার দেন। এরপর গতকাল শুক্রবার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্ত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম কর্তৃক ভিজিএফ এর চাল আত্মসাতের অভিযোগ এনে নতুন করে এজাহার থানায় দাখিল করেন। এজাহারে ৫ জন কে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। থানা অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়েরকৃত অভিযোগ থানায় রেকর্ড করার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। এদিকে ভিজিএফ এর ৪৩ বস্তা চাল আটক নিয়ে ইউনিয়নের জনসাধারনের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এক পক্ষের অভিযোগ চালগুলো কালো বাজারে বিক্রি করার জন্য কয়েকজন ইউপি সদস্য নিয়ে যাচ্ছেন, পথি মধ্যে চালগুলো আটক করা হয়। অপর দিকে ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সহ পরিষদের সকল ইউপি সদস্য জানিয়েছেন ভিজিএফ এর চালগুলো নয়া বাজারে বিতরনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথি মধ্যে কয়েকজন চাল সহ ট্রাক্টর আটক করে ইউপি সদস্যদের হেনেস্তা করে প্রশাসনকে খবর দিলে তারা চালগুলো থানায় নিয়ে আসেন। এ নিয়ে যারা চাল আটক করে ছিল তাদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দেন।