জানতে দাও

14

সেলিম সিকদার

এই তো দ্যাখো মাঠে -ঘাটে ফসল দোলে,
দুলতে দাও।
ফসলের দুলা দেখে কৃষক হাসে,
হাসতে দাও।
বিলের ঝিলের পানিতে শাপলা ফোটে,
ফুটতে দাও।
কত মানুষ কত রকম স্বপ্ন দেখে,
দেখতে দাও।
ওই তো দ্যাখো মুক্ত গগণে পাখি উড়ে,
উড়তে দাও।
নীল গগণে মেঘের রাশি লুকোচুরি করে,
করতে দাও।
ছোট ছেলেমেয়েরা কত্ত খেলা খেলছে রোজই,
খেলতে দাও।
দুপুর বেলায় পথিক জিমাচ্ছে জ্যোতিতে,
জিমাতে দাও।
মনের মাঝে কত স্বপ্ন আঁকছে শিশু,
আঁকতে দাও।
গভীর অরণ্যে থেকে থেকে ডাকছে খেচর,
ডাকতে দাও।
কাজল বিলে কলমিলতা,শাওলা ভাসছে জলে,
ভাসতে দাও।
থেকে থেকে মেঘ দেখে ময়ূর নাচ জুড়েছে,
নাচতে দাও।
রবি, শশী, গিরি, হিমাদ্রি, তটিনী সম্পর্কে সবাইকে,
জানতে দাও।