মামার বাড়ি

13

জিল্লুর রহমান পাটোয়ারী

জ্যৈষ্ঠ এলে মামার বাড়ি,
শুধুই মনে পড়ে –
পাকা আমের গন্ধে সবার,
মন আনচান করে।

চল ছুটে যাই মামার বাড়ি,
পাকা আমের ঘ্রাণে –
আমের শাখায় দুলছে বাতাস,
জ্যৈষ্ঠ দিনের গানে।

বৈশাখ জ্যৈষ্ঠ এই দু’ মাসে,
চলছে ফলের মেলা –
চল ছুটে যাই মামার বাড়ি,
করি কতো খেলা।

মামির হাতের পাকা আমের রস,
খেতে ভারী মজা –
মামা দিতেন পিঁড়ি পেতে,
থালাতে চাউল ভাজা।