স্বাধীন চেতা তিতুমীর

13

দিপংকর দাশ

স্বাধীন চেতা বীর বাঙালি শহীদ তিতুমীর,
নেয় নি মেনে পরাধীনতা চিরঞ্জীব এ বীর।
ইংরেজদের অত্যাচারে নিঃস্ব বঙ্গভূমি,
অন্তিম লগ্নে উদয় তাঁহার তপ্ত ললাট চুমি।
শক্ত হাতে ধরলেন তিনি বঙ্গদেশের হাল,
কাঁধে কাঁধ মিলিয়ে ভাঙলেন শত্রুর ইন্দ্রজাল।
জমিদারের রোষানলে পড়লেন বঙ্গবীর,
ইংরেজদের রুখে দিলেন একাই তিতুমীর।
বাঁশের কেল্লায় সবে মিলে নিলো প্রশিক্ষণ,
মনে সাহস দেশটা স্বাধীন করতে দৃঢ় পণ।
ইংরেজ সেনার মটর গোলা ধ্বংস করে প্রাচীর
মরলেন তিতু পড়লো ধরা বাঙালি সেনা বীর।
স্বাধীনতার জন্যে প্রথম শহীদ হলেন তিতুমীর
ইতিহাসে অমর তিনি প্রজ্জ্বলিত তাঁহার নীড়।