মিষ্টি চাহনি

91

আবু হানিফ সজল

পুরা শরীর আবৃত একটি মেয়ে,
কি মায়া লাগিয়েছো চোখ দিয়ে।
কি মায়াবতী চোখ তোমার,
যেন তোমার প্রেমে পরি বার-বার।

সেদিন তোমাকে প্রথম দেখা,
কোনো এক রেললাইনের প্রান্তে,
সেদিন হয়তো তোমার প্রেমে পরি
নিজের অজান্তে।

তারপর তোমাকে খুঁজে বেড়াই,
এই বে নামের শহরে।
তারপর একদিন দুজনার দেখা হয়,
কোনো এক মিষ্টি দুপুরে।

তোমায় অনেক কথা বলতে গিয়েও
বলতে পারিনি আমি।
সেদিন জিজ্ঞেস করার ইচ্ছে ছিল
ভালোবাসো কি তুমি।

এভাবে কেটে গেলো বহুদিন,
বলা হলোনা সেই কথা।
হঠাৎ করে হারিয়ে গেলে,
বুকে জমে রইলো শুধু ব্যথা।