স্নেহজাল

18

আব্দুল মালেক জাগরণী

কাকা কত আদর করে
বাবা শুধু ধমকায়
আকাশ ভরা কালো মেঘে
দেখে পিলে চমকায়।

দিদি কত ভালোবাসে
মা রাখে শাসনে
দেখো, বড়্ দা বসে আছে
বিচারের আসনে!

ভালোবেসে বুকে ডাকে
দাদু ভাই ও ঠাম্মা
মামণিকে বকা দিয়ে
বলে তোরা থাম্ মা।

কালো যত মেঘ দূরে যায়
এদেশটা ছাড়িয়ে
ভালোবেসে কাছে ডাকে
বাবা হাত বাড়িয়ে।

মেঘেরা যে উড়ে গেল
ঝোড়হাওয়া দমকায়
নাগালে আদর পেলে হায়
কে আর বলো কম খায়!