বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ

71
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সনতুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
কমলগঞ্জে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ।

কাউন্সিলর শান্তনু দত্ত সনতু : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সনতুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, উপস্থিত ছিলেন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক এস. সুটন সিং।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট জয়া দাস জয়া, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শংকর দাশ, সমাজসেবী তপন কুমার ভট্টাচার্য, গোপাল সেন, জালাল আহমদ চৌধুরী, সঞ্জু দাশ, ওয়ার্ড সচিব সানু সিংহ, বাকি মিয়া প্রমুখ।
সাউথ সুরমা ওয়েলফেয়ার অর্গানাইজেশন : সাউথ সুরমা ওয়েলফেয়ার অর্গানাইজেশন শেফিল্ড ইউকে এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব-দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের দুস্থদের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোঃ আত্তর আলী, হাজী আসাদ উদ্দিন, সাবেক ইউপি সদস্য শফিকুল হক, রকিব উদ্দিন চৌধুরী, সমাজসেবী মন্তাজ আলী, ঠাকুর মিয়া, আলফু মিয়া, আশফাক আহমদ হেলাল, আমীর আলী, কবির আহমদ, আক্তার উদ্দিন, ইউনুস আলী প্রমুখ।
বালাগঞ্জে সারসপুর ইসলামী সমাজকল্যাণ সংস্থা : বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের সারসপুর গ্রামে সারসপুর ইসলামী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (৩ জুন) গরীবদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বী মরম আলী, গহরপুর আল ফালাহ একাডেমীর প্রিন্সিপাল মিজানুর রহমান লিলু, রুশন মিয়া, বাবুল মিয়া, আলতু মিয়া, বশির মিয়া, মখই মিয়া, তৌরিছ মিয়া, যুব সমাজের লেখন মিয়া, তারেকুল ইসলাম, মো. নবিন মিয়া, জুনেল আহমদ, সংগঠনের সদস্য জুনেদ আহমদ, মো. ফয়েজ আহমদ সুজেল, মোজাক্কির আহমদ সামুন, আরফিন শিবলু, আহসানুল ইসলাম জুন্নুন, মো. মিজানুর রহমান, মো. সাইফুর রহমান শাহজাহান, ফুয়াদ আহমদ রাফি, খায়রুল হাসান নাইম, নাবিল হায়দার চৌধুরী, তোফায়েল আহমদ ফাহিম, একরামুল ইসলাম মামুন, মো. আল আমিন হিমেল, সাদিকুর রহমান সুহিন, আব্দুল্লাহ ইউসুফ, এমাদ তালুকদার, মো. হাসান আহমদ, মিসবাহ উদ্দিন শিপন, আবু সালমান, আশরাফুল ইসলাম ইমাদ, শাহ মো. মামুন হোসাইন, মো. জাকির আহমদ, নাঈম আহমদ মারজান, মো. শিহাব আহমদ, মো. শিবলু মিয়া, মো. সাইফুল ইসলাম, মো. ফয়জুল ইসলাম ইকরাম প্রমুখ।
সূর্যোদয় এতিম স্কুল : সূর্যোদয় যুব সংঘ কর্তৃক পরিচালিত সূর্যোদয় এতিম স্কুলের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ ও আলোচনা সভা সোমবার (৩ মে) বিকেলে ৩টায় চৌকিদেখী মাজার গলি রংধনু এলাকায় অনুষ্ঠিত হয়।
সুর্যোদয় যুব সংঘ ও এতিম স্কুলের সভাপতি মো. হাসান তালুকদার সুহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.কে কামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবী হুমায়ূন আহমদ মাসুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুর্যোদয় এতিম স্কুলের উপদেষ্টা ইয়াহিয়া আহমদ, সোহরাব হোসেন পাপলু, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সূর্যোদয় যুব সংঘের সহ ধর্ম সম্পাদক ফয়সল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সংঘের অর্থ সম্পাদক মো. আফজাল হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সূর্যোদয় যুব সংঘের ধর্ম সম্পাদক মৌলভী শহিদুল ইসলাম ও সাংস্কৃতিক সম্পাদিকা সোনিয়া আক্তার।
আও উপস্থিত ছিলেন এনামূল হক সোহেল, ব্যবসায়ী জাবেদ আহমদ, সংঘের সদস্য সোহান আহমদ, মুক্তার হোসেন, মো. সোহাগ আহমদ, জুয়েল আহমদ, তাহমীদ আহমদ, আফজাল হোসেন, মো. ফয়ছল আহমদ, জনি আক্তার, শেলী দেব, তানিয়া আক্তার, সাদিয়াতুল বুশরা, ইয়াহিয়া আহমদ প্রমুখ।
ইসলামী যুব আন্দোলন : সমাজের অবহেলিত ও অধিকার বঞ্চিত মানুষদের মুখে পবিত্র ঈদের হাসি ফোটাতে ২৮ রমজান, ৩ জুন সোমবার বেলা ২টায় সংগঠনের মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সিলেট জেলা সভাপতি মাওলানা মো. শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিবের পরিচালনায় ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলার সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলার দপ্তর সম্পাদক মাওলানা শরফ উদ্দিন খান, তথ্য ও গবেষণা সম্পাদক মাহফুজ আহমদ মাহী, মানবাধিকার সম্পাদক আনোয়ার হোসাইন, মহিলা ও পরিবার সম্পাদক মো. আল আমিন, উপ-সম্পাদক মাওলানা নোমান আহমদ ফাহাদ, মো. নাঈম আহমদ প্রমুখ।
এসোসিয়েশন ফর হিউম্যানিটি : নগরীতে বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে এসোসিয়েশন ফর হিউম্যানিটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে পথ শিশুদের মুখে হাসি ফুটিয়ে ঈদের আনন্দ ভাগ করতে এসোসিয়েশন ফর হিউম্যানিটির উদ্যোগে পথ শিশুদের মাঝে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়। রবিবার (২ জুন) বিকলে ৩ টায় নগরীর মাছুদীঘিরপারে প্রায় অর্ধ শতাধিক পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সদস্য সাংবাদিক আবু জাবেরের সভাপতিত্বে ও সদস্য নুরে আলম লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ঈদ বস্ত্র তুলেদেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা জুবায়ের আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা ভিউ টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক সাংবাদিক এমদাদুল হক সোহাগ, তরুণ ব্যবসায়ী মারুফ আহমদ, এক্সিলেন্ট ওর্য়াল্ডের জিএম আদনান শাহ, সংগঠনরে পক্ষে উপস্থিত ছিলেন সদস্য গ্যালারীয়া মার্কেটের ব্যবসায়ী হাফিজ সাইফ আহমদ, দেলোয়ার হুসাইন, সুমন আহমদ, ফয়সল আহমদ প্রমুখ।
ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. এস.এম জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে সিলেট জেলার মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদ বস্ত্র উপহার দেয়া হয়।
গতকাল ২ জুন রবিবার সকালে সিলেট নগরীর দরগা গেইট এলাকায় ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন সিলেট জেলা শাখার আহবায়ক, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম গাজী অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মধ্যে এ ঈদবস্ত্র বিতরণ করেন।
ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইর্শাদ আলী, মুক্তিযোদ্ধা খুর্শিদ আলী, আমির আলী, আনোয়ার আলী, রইছ আলী, শরীফ আলী, হানিফ আলী, মঈনুল হক প্রমুখ।
পিন্টু দেবনাথ কমলগঞ্জ থেকে জানিয়েছেন : মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট এর চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমেদ, তাঁর পরিবারের সদস্যবৃন্দ ও পারিবারিক বন্ধুদের পক্ষে যাকাত আদায় উপলক্ষে প্রতিবছরের ন্যায় গরীব দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ জুন) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর শাহী ঈদগাহ মাঠে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্টের বাংলাদেশ সমন্বয়কারী মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল এর সভাপতিত্বে ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ এর সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্টের উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান (স্বর্ণপদকপ্রাপ্ত) মো: ইফতেখার আহমেদ বদরুল, জগৎসী গোপালকৃষ্ণ এম.সাইফুর রহমান কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: ফজলুর রহমান জুয়েল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মাইদুল ইসলাম কাবুল, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দিপক কান্তি রায় প্রমুখ। বিজ্ঞপ্তি