শায়খুল হাদিস আল্লামা শিহাবুদ্দীনের দাফন সম্পন্ন

51
জামেয়া তাওয়াক্কুলিয়া মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা শিহাব উদ্দিনের জানাযার নামাজের একাংশ।

সিলেটের প্রবীণ আলেম ও সিলেটের শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার অর্ধশতাব্দিকালের শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দিন এর জানাযা সম্পন্ন হয়েছে। তাঁর জানাযায় অংশ নিতে মুসল্লির ঢল নেমেছিল উত্তরপূর্ব সিলেটের কানাইঘাট উপজেলায়।
১ জুন শনিবার বিকেল ৩টায় কানাইঘাট চতুল ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন, জামেয়া আহলিয়া মুহসিনিয়া দারুল হাদীস সুরাইঘাট মাদরাসার শায়খুল হাদিস আল্লামা শফিকুল হক। পরে চতুল ঈদগাহ মাদরাসার পাশের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দিনের জানাযায় অংশ নিতে সকাল থেকে সিলেটের বিভিন্ন জায়গা থেকে তাঁর হাজারো ছাত্র-ভক্ত ও সাধারণ মুসল্লিরা কানাইঘাটে আসতে থাকেন।
নামাজের পূর্বে মরহুমের জীবনী নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দারুল উলুম কানাইঘাট মাদরাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, আঙ্গুরা মুহাম্মদপুরের মুহতামিম মাওলানা জিয়া উদ্দীন, জামেয়া দরগাহর মুহতামিম শায়খুল হাদিস মুহিহিব্বুল হক গাছবাড়ি, শায়খুল হাদিস আল্লামা নজির আহমদ ঝিংগাবাড়ি, জামেয়া রেঙ্গার মুহাদ্দিস মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান, বহরগ্রাম মাদরাসার মুহতামিম হাফিজ এনামুল হক, জামিয়া দারুল কুরআনের শায়খুল হাদিস মাওলানা এহতেশামুল হক ক্বাসিমী, মাওলানা আবুল হুসেন চতুলী, মাওলানা ইউসুফ খাদিমানী, মাওলানা আহমদ কবির খলিল, মাওলানা খলিল আহমদ, মাওলানা ওলীউর রহমান, মাওলানা মাসুম আহমদসহ দেশবরেণ্য আলেমরা বক্তব্য রাখেন।
এর আগে শুক্রবার দিবাগত রাত ২টায় কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের পর্বতপুর নয়াফৌদ গ্রামে তাঁর নিজ বাড়িতে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৬ ছেলে ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সিলেটের বরেণ্য এই আলেম মনীষা হযরত শায়খে কৌড়িয়া রাহ.’র প্রথম সারির খলিফা ছিলেন। উপমহাদেশের সর্বোচ্চ দ্বীনি বিদ্যাপীঠ মঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম থেকে ইলমে হাদিসের উচ্চশিক্ষা শেষ করে ১৯৭০ সাল থেকে জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শায়খুল হাদিস হিসেবে অত্যন্ত সুনামের সাথে জীবনের শেষ দিন পর্যন্ত অধ্যাপনা করে আসছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সিলেটের কওমি শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারার পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
প্রবীণ আলেম ও সিলেটের শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার অর্ধশতাব্দিকালের শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দিন এর ইন্তেকালে শোকপ্রকাশ করেছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দিনের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন, জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা আব্দুল মুমিন ইমামবাড়ী, সেক্রেটারি আল্লামা নুর হুসাইন কাসিমী, তাওয়াক্কুলিয়া ফুযালা পরিষদের সভাপতি মাওলানা শামসুল ইসলাম খলিল, তাওয়াক্কুলিয়া ফুযালা পরিষদের নির্বাহী সভাপতি ও জামেয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান, জামেয়া রেঙ্গার মুহাদ্দিস মাওলানা ফখরুল ইসলাম মোগলাবাজারী, জামিয়া গহরপুরের মুহতামিম মাওলানা মুসলেহুদ্দীন রাজু, দারুল উলুম কানাইঘাটের মুহতামিম মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী, সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী, আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা কারী শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, জামেয়া আয়েশা সিদ্দিকার মুহতামিম মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী, সূর্যসকাল সম্পাদক মাওলানা কবির খান, জামেয়া রেঙ্গার সিনিয়র শিক্ষক মাওলানা মনজুর আহমদ, ফেমিসাস সভাপতি মাওলানা আহমদ কবির খলিল, সহসভাপতি ইবাদ বিন সিদ্দিক, সেক্রেটারি মাওলানা ইলিয়াস মশহুদ, কৌড়িয়া মাদরাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা আবদুল হামিদ সাকিব, মাওলানা নোমান আহমদ মারুফ, মাওলানা আবু সাঈদ উমর, হাফিজ মাওলানা শামছুল হক শ্রীমঙ্গলী, মাওলানা নুরুল ইসলাম শ্রীপুরী, মাওলানা খালেদ আহমদ।
উল্লেখ্য শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দিন গত শুক্রবার রাত ২টায় কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের পর্বতপুর নয়াফৌদ গ্রামে তাঁর নিজ বাড়িতে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৬ ছেলে ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিবৃতিদাতারা শোপ্রকাশ করে বলেন, শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দিন রাহ. ছিলেন একজন প্রাজ্ঞ মুহাদ্দিস, হাদিসবিশরাদ, বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ। তিনি সিলেটসহ দেশবাসীর নিকট অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। তাঁর বিদায়ে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারবর্গ, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি