ঈদযাত্রা

15

আশরাফ আলী চারু

এইতো বুঝি- এইতো গেলো
ঈদে বাড়ি ফেরা।
গাড়ির পিছে থামছে গাড়ি
থাকনা যত তাড়া।

ফিসফিসিয়ে বলছে কেহ
জ্যাম লেগেছে বুঝি।
লাগছে কারন ধান্ধা সবার
এই ঈদে হোক পুঁজি।

শব্দে ভরা রাস্তা সারা
পড়ছে বেজায় রোদ।
রোজা মুখে ঈদ যাত্রাতে
কেমন প্রতিশোধ ?