আলোকিত মানুষ আলোকিত সমাজের কারিগর – আব্দুল খালিক

15

সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক বলেছেন, আলোকিত মানুষ আলোকিত সমাজের কারিগর। তারা আগামী প্রজন্মের কাছে সভ্যতার আলো ছড়িয়ে দেন।
গতকাল ৩১ মে শুক্রবার সুরমা খেলাঘর আসর, সিলেটের আয়োজনে বিশিষ্ট ছড়াকার, নাট্যকার, কবি ও নাট্যাভিনেতা কনোজ চক্রবর্ত্তী বুলবুলের ৫৬তম জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছড়াকার পরিতোষ বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধ্রুব গৌতমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন ২নং ওয়ার্ডের কাউন্সিলার বিক্রম কর স¤্রাট।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশরাফুজ্জামান বাবুল, অভিজিৎ ভট্টাচার্য্য, ছড়াকার নিখিল রায় পূজন, সাংবাদিক ও ছড়াকার সংগ্রাম সিংহ, নাট্যশিল্পী সৈয়দা সুরাইয়া জামান, অধ্যাপক নন্দকিশোর রায়, সন্দ্বীপ দেব প্রমূখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নিবেদিত লেখা পাঠের আসরে ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দের পরিচালনায় লেখা পাঠ ও অনুভূতি ব্যক্ত করেন ছড়াকার চন্দ্র শেখর দেব, সংগঠক জহর দাস, কবি সুমন বণিক, কবি আনোয়ার হোসেন মিছবাহ, কবি অমিতা বর্দ্ধন, সাংবাদিক এস এম শিহাব, চিত্রকর দীপন দেব, কবি আল মামুন বাবলু, সোমাইয়া সাদমীন, শারমিন প্রমুখ। বিজ্ঞপ্তি