ছাত্র সমাজ

15

আল তৌফিক

আমরা সংগ্রামী, আমরা দূরদর্শী
আমরা ঐক্য, আমরা অভিন্ন
আমরা কোনো গোষ্ঠি কিংবা কোনো দল নই
আমরা হলাম দিপ্তীমান ছাত্র সমাজ।

আমরা বর্তমান আমরাই ভবিষ্যৎ
আমরা প্রতিবাদী, আমরা সত্যবাদী
আমরা ন্যায়ের পথে চলি ন্যায়ের কথা বলি
আমরা হলাম একটি বৃক্ষের একটি শাখা।

আমরা শান্ত আমরা উত্তাপ
আমরা সত পথে চলি সত্য কথা বলি
আমরা খোলা চোখে দেখি
আমরা অন্যায়ের প্রতিবাদ করি।

আমরা অদ্ভূত আমরা অদম্য
আমরা ভাঙতে জানি, আমরা গড়তে জানি
রাষ্ট্রের মাঝে যদি চলে অনিয়ম
রাজপথে মোরা সংগ্রাম করতে জানি।

আমরা কম্পিত আমরা রঙ্গনা
জুলুম, নির্যাতন রুক্ষেছি কত বার মোরা
আমরা রক্ত দিয়ে লিখেছি মায়ের ভাষায় নাম
তাই তো লেখা আছে দস্তাবেজে আমাদের নাম।

আমরা নিশান আমরা বিদ্যার্থী
আমরা যোদ্ধাবেশী বিজয়ী সৈনিক
আমরা হলাম দেশপ্রেমী, দেশদ্রোহী নই
আমরা হলাম বাংলা মায়ের ছাত্র সমাজ।