কম্পিউটার প্রশিক্ষণ নিলেন এসএমপি’র ১৬ নারী সদস্য

9

স্টাফ রিপোর্টার :
মহানগর পুলিশের (এসএমপি) ১৬ নারী সদস্যকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ১৬ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে গতকাল বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া।
এসএমপি জানায়, নারী পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে এসএমপি সদর দপ্তর ট্রেনিং শাখার মাধ্যমে রিকাবীবাজারস্থ পুলিশ লাইন্স স্কুলে (কম্পিউটার ল্যাব) ১৬ নারী সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদপত্র তুলে দেন এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া। এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষে প্রতিটা পুলিশ সদস্যদের কম্পিউটার দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন। প্রশিক্ষণপ্রাপ্তরা কর্মক্ষেত্রে জনসাধারকে যাতে ডিজিটাল সেবা প্রদান করতে পারে সেই লক্ষ্যে প্রতিনিয়ত এসএমপির পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান অব্যাহত থাকবে।
সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসব তথ্য জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা।