বড়লেখায় আইনজীবী হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য আইনজীবী ও সহকারীদের মানববন্ধন

29
বড়লেখায় এডভোকেট আবিদা সুলতানা হত্যার প্রতিবাদে মৌলভীবাজার আইনজীবী সহকারী সমিতির মানববন্ধন।

বড়লেখা থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখার মহিলা আইনজীবী আবিদা সুলতানা হত্যার সাথে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী ও সহকারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। গত ২৮ মে, কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে আইনজীবী ও সহকারী ছাড়া এলাকার লোকজন অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন এডভোকেট আবিদা সুলতানার আসামীদের পক্ষে তাদের কোর্টের কোন আইনজীবী কোন পরামর্শ বা ভূমিকা না রাখার ঘোষণা দেন এ মানববন্ধন থেকে। এ সময় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সিনিয়র আইনজীবী দিপক কুমার দাস, ইয়াছিন আলী, গোপাল চন্দ্র দত্ত, হারুনউর রশীদ, জিল্লর রহমান, আফজল হোসেন, আইনজীবী সহকারী সুনাম উদ্দিন প্রমুখ।