বিএসটিআই’র সিএম সনদ বিহীন পণ্য বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

20

স্টাফ রিপোর্টার :
নগরীতে বিএসটিআই’র সিএম সনদ বিহীন ব্ল্যাক-টি পণ্য বিক্রি করার দায়ে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে বিএসটিআই বিভাগীয় অফিস।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- নগরীর শাহী ঈদগাহে মেসার্স ন্যাশনাল মেগা সপ ও পূর্ব শাহী ঈদগাহে মেসার্স হাজী আব্দুল মতিন ট্রেডার্স। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিএসটিআই’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ বর্ণিত অধ্যাদেশের বিভিন্ন ধারায় সর্বমোট ২ টি নিয়মিত মামলা দায়ের করেন।
গতকাল মঙ্গলবার মহানগরীর বিভিন্ন বাজারে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস এর সিএম ও মেট্রোলজি উইং এর কর্মকর্তাগণের সমন্বয়ে গঠিত সার্ভিল্যান্স টিম কর্তৃক বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় বিএসটিআই বিভাগীয় অফিস, সিলেট এর নিজস্ব উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরিচালনাকালে উক্ত ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধেসর্বমোট ২ টি নিয়মিত মামলা দায়ের করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিভাগীয় অফিস প্রধানের উপ-পরিচালক প্রকৌঃ মোঃ শফিউল্লাহ খান জানান।