হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন মেয়র পদে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

24

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যারা জমা দিয়েছেন তাদের মধ্যে ৭জনই আওয়ামী লীগ নেতা। আর ১ জন হলেন বিএনপির নেতা।
সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার খুরশেদ আলমের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।
যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মর্তুজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, শেখ তারেক উদ্দিন সুমন, মোঃ আব্দুল্লাহ আল কাফি (ফুজায়েল), গাজী মিসবাহ উদ্দিন ও জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইসলাম তরফতার তনু। প্রার্থীতা প্রত্যাহার ৯ জুন, প্রতীক বরাদ্দ ১০ জুন এবং ২৪ জুন ভোটগ্রহন করা হবে।
উল্লেখ্য, গত সংসদ নিবার্চনে পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ পদত্যাগ করে অংশগ্রহন করায় মেয়র পদটি শূন্য হয়।