ছাতকের গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁওসহ বিভিন্ন ইউনিয়নের বাজেট ঘোষণা

30

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ২০১৯-২০২০ইং অর্র্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ১ কোটি ৩৩ লক্ষ ৪৯ হাজার-১৪৮ টাকা আয় এবং ১ কোটি ৩১ লক্ষ ৯ হাজার ২৪৮ টাকা ব্যয় দেখানো হয়েছে। উদ্ধৃত হিসেবে দেখানো হয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ৯শ টাকা। সোমবার বিকেলে ইউনিয়ন কমপ্লেক্স সমে¥লন কক্ষে ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান এ বাজেট ঘোষণা করেন। বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আবদুস শহিদ মুহিত। এ সময় গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, মাষ্টার মাফিজ আলী, বিশিষ্ট মুরব্বি আবদুল করিম, মখলিছ আলী, মন্তাজ আলী, শামীম আহমদ, শাহজালাল একাডেমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা আবদুল হাই, প্যানেল চেয়ারম্যান সামছুল হক, ইউপি সদস্য আলকাব আলী, আনোয়ার হোসেন, সুরেতাজ মিয়া, হুসাইন আহমদ, নিজাম উদ্দিন, সদস্যা ছাদিকা বেগম, শোভা রানী দাশ, ইউপির সচিব অধীর রঞ্জন দাস,উদ্দোক্তা সুজেল মিয়া, সাবেক ইউপি সদস্য মখদ্দুস আলী, নজরুল হক, আলমগীর হোসেন, আবদুল গফফারসহ এলাকার সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এদিকে উপজেলার দোলারবাজার ইউনিয়নের ২০১৯-২০২০ইং অর্র্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ১ কোটি ৯৬ লক্ষ ১ হাজার ৮৫৩টাকা আয় এবং ১ কোটি ৭৩ লক্ষ ৩৫৬ টাকা ব্যয় দেখানো হয়েছে। উদ্ধৃত হিসেবে দেখানো হয়েছে ২৩ লক্ষ ১ হাজার ৪৯৭ টাকা। রবিবার বিকেলে ইউনিয়ন কমপ্লেক্স সমে¥লন কক্ষে ইউপি চেয়ারম্যান সায়েস্থা মিয়া আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন। এদিকে চরমহল্লা ইউনিয়নের ২০১৯-২০২০ইং অর্র্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত। বাজেটে ৯৫ লক্ষ ২৬ হাজার ৬৩৭ টাকা আয় এবং ৯২ লক্ষ ৬৪ হাজার ৯৪ টাকা ব্যয় দেখানো হয়েছে। উদ্ধৃত হিসেবে দেখানো হয়েছে ২ লক্ষ ৬২ হাজার ৫৪৩ টাকা।