মজলুম মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে আইনজীবীদের ভূমিকা পালন করতে হবে – এডভোকেট জুবায়ের

44
ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, পবিত্র মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। এই মাস হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। মাহে রমজানের থেকে শিক্ষা নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের শপথ নিতে হবে। কুরআন সুন্নাহ থেকে দূরে দূরে সরে যাওয়ার কারনে বিশ্বজুড়ে আজ মুসলমানরা নির্যাতিত নিপীড়িত জাতিতে পরিণত হয়েছে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে হবে। সমাজের মজলুম মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেয়া আইনজীবীদের জন্য মাহে রমজানের সবচেয়ে বড় শিক্ষা।
তিনি রবিবার বাংলাদেশ ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কাউন্সিলের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ জামিলুল হক জামিল, সাবেক সভাপতি এডভোকেট মোঃ লালা, সাবেক সভাপতি এডভোকেট এ.কে.এম শামিউল আলম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট আলিম উদ্দিন, জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ মাহফুজুর রহমান ও এডভোকেট মোহাম্মাদ ইলিয়াস।
এডভোকেট হোসাইনুর রহমান লায়েছের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত সিলেট জেলা বারের ২নং হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট জোহরা জেসমিন, এডভোকেট আব্দুর রব, এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট জহুরুল ইসলাম, এডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ, এডভোকেট নেপাল চন্দ চন্দ্র, এডভোকেট রবিউল ইসলাম, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট আহমেদ ওবায়দুর রহমান ফাহমী, এডভোকেট ইমরান আহমদ, এডভোকেট আবুল কালাম, এডভোকেট আব্দুর রহমান, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, এডভোকেট মাশহুদ আহমদ মহসিন, এডভোকেট জুনেদ আহমদ, এডভোকেট কামরুজ্জামান, এডভোকেট মকসুদ আহমদ, এডভোকেট নাজমুল ইসলাম, এডভোকেট কানন আলম, এডভোকেট আবু ফাহাদ, এডভোকেট কবির আহমদ, এডভোকেট মানিক উদ্দিন, এডভোকেট সালেহ আহমদ, এডভোকেট রহমত আলী, এডভোকেট নাজমুল ইসলাম, এডভোকেট মিজানুর রহমান ও এডভোকেট মোবারক হোসেন প্রমুখ। মাহফিলে ল’ইয়ার্স কাউন্সিলের সদস্যবৃন্দ ছাড়া জেলা বারের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। মাহফিলে দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করেন বিশিষ্ট আইনীজি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিজ্ঞপ্তি