খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে নামছে বিএনপি —— কলিম উদ্দিন মিলন

7

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ বলেছেন, সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে ফ্যাসিবাদী সরকার কারাবন্দী করে রেখেছে। তাই নেত্রীকে কারামুক্ত করতে হলে আন্দোলনের বিকল্প নেই। ঈদের পর সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে বিএনপির নেতৃত্বে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এতে সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ২৪ মে শুক্রবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাস্টারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা বারের সভাপতি এডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মুকিত, এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম খসরু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমদ, আবদুস সোবহান, এমএ নুর, ডা. সৈয়দ মারজান, সুহেল আহমদ খান টুনু, বিএনপি নেতা সুহেল আমিন, হাজী চান মিয়া, হাজী ফজলুল কবেরী, দিলু মিয়া, শামসুল ইসলাম রানা, রিপন মিয়া, রাহিন তালুকদার, আনিসুর রহমান তুতি, সিপন মিয়া, গোলাপ মিয়া। সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদল নেতা আনহার মিয়া, মিজান কোরেশী, সৈয়দ ইসহাক, সৈয়দ মিজান, সেলিম আহমদ, জহিরুল ইসলাম লেবু, আবুল হোসেন আকাশ, পৌর যুবদল নেতা লিটন মিয়া, সাদেক মিয়া, উপজেলা ছাত্রদল নেতা সৈয়দ জাকির আহমদ, শেখ মামুন, মামুনুর রশীদ, পারভেজ তালুকদার, জাকারিয়া প্রমুখ।