বাঁশি

22

মিজানুর রহমান মিজান

আজ শুনা যায় না রাখালের বাঁশির সুর
দিন দুপুরে উদাস সুরে রাগিনী মধুর।।
যায় না দেখা রাখাল বালক হাতে মোহন বাঁশি
মাথায় ছাতা লাল গামছা আজ যেন বাসি ।।
যা দিয়েছে আধুনিকতা কাড়ছে ঢের বেশি
রাতে চাঁদ দিনে রবি জ্বলছে দিবানিশি।।
বাঁশের বাঁশিতে পাগলপারা প্রেমিক
অজানা পথে পা বাড়াতো রসিক পথিক।।