বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে সেমিনার ॥ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নও ক্ষমতায়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা অপরিসীম

19
দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নে সমাজসেবা অধিদপ্তরের ক্ষুদ্র ঋণের ভূমিকা শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক মো: আব্দুর রফিক।

সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নে সমাজসেবা অধিদফতরের ক্ষুদ্র ঋণের ভূমিকা শীর্ষক সেমিনার বুধবার দুপুরে বাগবাড়ীস্থ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ আব্দুর রফিকের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার লুৎফুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বক্তারা বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নও ক্ষমতায়নে সমাজসেবা অধিদফতরের ক্ষুদ্র ঋণের ভূমিকা অপরিসীম। ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাজসেবা অধিদফতরের ক্ষুদ্র ঋণের প্রবর্তন করেন। সেই কর্মসূচিকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গতিশীল করে সামাজিক নিরাপত্তাসহ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নও ক্ষমতায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তবে এই কর্মসূচির গতি বাড়াতে সমাজসেবা অধিদফতরের ১৯৮৪ সালের জনবল কাঠামো সম্প্রসারণ ও জনবল বৃদ্ধি করতে হবে। সিলেটের বিভিন্ন কার্যালয়ে জনবল সংকট নিরসন করে জনগণকে সরকারের সুফল ঘরে ঘরে পৌঁছে দেয়ার প্রচেষ্টা চালাতে হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের অধ্যাপক মো. আবুল কাশেম।
সেমিনারে কর্মদল গঠন ও সামাজিক সচেতনা, সার্ভিস চার্জ ব্যবস্থাপনা, কিস্তি আদায় ও পুন: বিনিয়োগ ব্যবস্থাপনা, ব্যাংক সুদ ব্যবহার ব্যবস্থাপনা, সঞ্চয়ে উদ্বুদ্ধ করণ ও সঞ্চয় ব্যবস্থাপনা বিষয়ের উপর বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজসেবা অফিসার্স এসোসিয়েশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম,সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ, মৌলভী বাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আদিল মুত্তাকিন, সুনামগঞ্জের উপ-পরিচালক সুচিত্রা রায়, সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ মাহবুব-উল-আলম খাসনবীশ দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার হাজী এম আহমদ আলী, লালা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পীর ফয়জুল হক, জৈন্তাপুর উপজেলা সমাজসেবা অফিসার এ কে আজাদ ভূঁইয়া, সিলেট শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোহাম্মদ রফিকুল হক, সিলেট সদর উপজেলা সমাজ সেবা অফিসার ফারহানা নাসরিন, দক্ষিণ সুরমা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল মুন্তাকিম, গোলাপগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার নূরুল হক, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নূর মোহাম্মদ, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মজিদ, সমাজসেবা অফিসার শোয়েব আহমদ, নাঈম আহমদ, আম্বরখানা বড় বাজার মাতৃ কেন্দ্র প্রকল্পের সভানেত্রী মায়া বেগম, দল নেতা স্বপন কুমার দাশ, খাসদবীর প্রতিবন্ধী ঋণ গ্রহীতা প্রকল্পের সম্পাদিকা নূর জাহান বেগম, দক্ষিণ সুরমার লালা বাজার ইউনিয়নের রাজি বাড়ি ফুলদী মাতৃ কেন্দ্রের সাধারণ সম্পাদিকা আছিয়া বেগমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জগন্নাথপুর উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ, পবিত্র গীতা পাঠ করেন জকিগঞ্জ উপ জেলা সমাজ সেবা অফিসার বিনয় ভূষণ দাশ। বিজ্ঞপ্তি