সোনালী ব্যাংকের জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

15

জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক সিলেট এর সার্বিক ব্যবস্থাপনায় ও সোনালী ব্যাংক লিঃ হবিগঞ্জ শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক লিঃ হবিগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক কে এম ওবায়দুর রহমান। সোনালী ব্যাংক লিঃ হবিগঞ্জ অঞ্চলের সহকারী মহাব্যস্থাপক মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সমন্বয় ও পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের উপব্যবস্থাপক জ্যোতি মোহন বিশ্বাস এবং স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক হবিগঞ্জ শাখা ব্যবস্থাপক টি এস এন সেলিম সিদ্দিকী। আসল নোট চেনার উপায় ও জালনোটের উপর মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন এবং জালনোট প্রতিরোধে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্কশপের রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের যুগ্মব্যবস্থাপক মোঃ আবু নাসের। জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক হবিগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম, উত্তরা ব্যাংক ব্যবস্থাপক এ এঅ এম মনির হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জালাল উদ্দিন, ব্রাক ব্যাংক হবিগঞ্জ শাখা ব্যবস্থাপক অশোক দত্ত, জেনারেল ইনসুরেন্স হবিগঞ্জ শাখা ব্যবস্থাপক এইচ আর রুপজ, বাংলাদেশ কৃষি ব্যাংক হবিগঞ্জ শাখা ব্যবস্থাপক পারভেজ কাওছার। বিজ্ঞপ্তি