আত্মশুদ্ধির মাসে শিক্ষাকে কাজে লাগিয়ে জীবন পরিচালনা করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে – ডা.খালেদ মোহসিন

23

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটে’র অন্যতম উপদেষ্টা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট প্রফেসর ডা. খালেদ মোহসিন বলেছেন, আত্মশুদ্ধির মাসে শিক্ষাকে কাজে লাগিয়ে জীবন পরিচালনা করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। নাজাতের মাস পবিত্র মাহে রমজান। এ মাসে পবিত্র আল কুরআন নাজিল হয়েছে। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে নবীগঞ্জ কল্যাণ সমিতির প্রতিটি সদস্যবৃন্দকে হালাল ও ইসলামী শরিয়া মোতাবেক ভবিষ্যৎ সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার আহবান জানান তিনি।
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর উদ্যোগে গত ১৮ মে শনিবার নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথগুলো বলেন।
সমিতির সভাপতি মনসুর আলী খান এর সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মো.আবুল ফজল এডভোকেট এর পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট এসএমপি (এডিসি-এডমিন দঃবিঃ) পুলিশ সুুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হাবিবউল্লাহ সেলিম, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড.আবুল ফতেহ ফাত্তাহ.নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি মঈনুল আমিন বুলবুল, সমিতির সাবেক সভাপতি এম করিম চৌধুরী, আবু জাহেদ ঘোরী, এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন। বিজ্ঞপ্তি