ছাতকে বন্দুক যুদ্ধের ঘটনায় হত্যাসহ ৩টি মামলা দায়ের

44

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
ছাতকে দু’পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় হত্যা মামলাসহ থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। মামলায় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে সাড়ে ৪ শতাধিক ব্যক্তিকে আসামী করা হয়েছে। ৩টি মামলার মধ্যে ২টি মামলা পুলিশ বাদী হয়ে করা হয়েছে।
শহরে বসবাসরত অনেকেরই মধ্যে বর্তমানে বিরাজ করছে গ্রেফতার আতংক। নাম উল্লেখিত আসামী ছাড়াও গ্রেফতার আতংকে ইতিমধ্যে অকেনকেই গা ঢাকা দিয়েছে। মঙ্গলবার রাতে তারাবি নামাজ চলাকালে শহরের বাগবাড়ী এলাকার দু’পক্ষের মধ্যে বন্ধুক যুদ্ধে শাহাবুদ্দিন নামের এক ঠেলা চালক নিহত এবং গুলিবিদ্ধ হয়ে থানার ওসি মো. মেস্তফা কামালসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। থানার এসআই পলাশ সরকার বাদী হয়ে বুধবারে পৌরসভার ৯ কাউন্সিলরসহ ৯৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি পুলিশ এসল্ট মামলা(নং-১৭) দায়ের করা হয়। নিহত ঠেলা চালাকের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে সিংচাপইড় ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেলসহ ১২ জনের নাম উল্লেখ করে বৃহস্পতিবারে থানায় একটি হত্যা মামলা(নং-১৯) দায়ের করেন। থানার এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে ৯৮ জনের নাম উল্লেখ করে আরো ২ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে শুক্রবারে বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আরো একটি মামলা(নং-২০) দায়ের করেন। সংঘর্ষ নিয়ন্ত্রনে আনার পর পরই পুলিশ সাঁড়াশী অভিযান চালিয়ে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর বড়ভাই জামাল আহমদ চৌধুরী, কামাল আহমদ চৌধুরী, চাচা ইলিয়াস মিয়া চৌধুরীসহ ২৮জনকে প্রেফতার করে।