কানাইঘাটে স্বামী-স্ত্রীর উপর অমানসিক নির্যাতন

67

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লক্ষ্মীপপ্রসাদ পূর্ব ইউপির ডাউকেরগুল গ্রামে প্রথম স্ত্রী ও তার ছেলে মেয়ে, বোন ও ভাগ্নের হাতে ছয়ফুল আলম (৫০) ও রিনা বেগম (৩০) নামে এক মহিলা অমানসিক নির্যাতনের শিকার হয়েছেন।
অভিযোগে জানা যায়, ডাউকেরগুল গ্রামের মৃত বশির আলীর পুত্র ছয়ফুল আলম ও তার দ্বিতীয় স্ত্রী রিনা বেগমকে নিয়ে আলাদা বাড়ীতে বসবাস করেন। গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে প্রথম স্ত্রী সরজুন বেগম (৩৮) ও মেয়ে হানুফা বেগম (২০), মনিকা বেগম (১৮) ও বোন দিলারা বেগম (৪৫), ভাগ্না আব্দুশ শহিদ (২৫) ছয়ফুল আলম ও তার দ্বিতীয় স্ত্রী রিনা বেগমকে মেয়ে হানুফা বেগমের স্বামীর বাড়ীতে ইফতার পাঠানোর নামে তাদের বসত বাড়ীতে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর, প্রথম স্ত্রী ও তার সন্তানরা এবং বোন দিলারা বেগম ভাগ্না আব্দুশ শহিদ মিলে ছয়ফুল আলম ও তার দ্বিতীয় স্ত্রী রিনা বেগমকে প্রচন্ড মারধর করে। একপর্যায়ে ছয়ফুল আলমকে ঘরের একটি কক্ষে খাটের সাথে লোহার শিকল দিয়ে তালা মেরে তার স্ত্রী রিনা বেগমকেও ঘরে বন্দী করে রাখে। একপর্যায়ে পরদিন বুধবার সকালে ছয়ফুল আলমের সম্বন্ধিক শরিফ উদ্দিন সহ তার স্ত্রী রিনা বেগমের স্বজনরা বিষয়টি জেনে তাদেরকে উদ্ধার করার জন্য কানাইঘাট থানা পুলিশকে অবহিত করলে থানার এসআই লিটন মিয়া বুধবার ৩টার সময় ছয়ফুল আলমের ১ম স্ত্রী সরজুন বেগমের বসত ঘরের একটি কক্ষ থেকে বাঁধা অবস্থায় ছয়ফুলকে উদ্ধার করেন। আহত ছয়ফুল ও রিনা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ছয়ফুল আলম জানিয়েছেন, তার উপর যে নির্যাতন হয়েছে তা অত্যন্ত অমানবিক তিনি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।