নারী ধর্ষণ-হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন —সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

14
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার মানববন্ধনে বক্তব্য রাখছেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকে ধর্ষণের হুমকি দেওয়া অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেফতার, ডা. প্রিয়াংকা আত্মহত্যা প্ররোচনাকারী ও নার্স তানিয়াকে ধর্ষণ -হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার উদ্যোগে সোমবার (১৩ মে) বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত।
সমাজতান্ত্রিক ছাত্র ফন্ট সিলেট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দের সভাপতিত্বে ও সঞ্জয় শর্মার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর ও বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার শ্রভ্র দাশ, সাজ্জাদ হোসেন, পল্লব কর, মলয় চক্রবত্তী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে আজ নারী নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে। দীর্ঘ বিচারিক সূত্রতা, বিচারহীনতার সংস্কৃতি, শাসক দলের প্রশ্রয় এর কারণে একের পর এক নারী ধর্ষণ-হত্যাকান্ডের গঠনা গঠেই চলছে।
বক্তার, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের হুমকিদাতা ছাত্রলীগ নেতাকে ৪দিন অতিবাহিত হওয়ার পরও গ্রেফতার না করার তীব্র নিন্দা জানান। বক্তারা, অবিলম্বে ধর্ষণের হুমকি দেওয়া অভিযুক্তকে গ্রেফতার, ডা. প্রিয়াংকা আত্মহত্যার প্ররোচণাকারী ও নার্স তানিয়ার ধর্ষন-হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিজ্ঞপ্তি