‘তাসকিনকে নিয়ে সিদ্ধান্ত ত্রিদেশীয় সিরিজের পর’

8

ক্রীড়াঙ্গন রিপোর্ট :
২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা উইকেটশিকারি বোলার ছিলেন পেসার তাসকিন আহমেদ। কিন্তু এবারের বিশ্বকাপে তিনি দলে সুযোগ পাননি। তবে, বিশ্বকাপ দলে সুযোগ না পেলেও চলতি আয়ারল্যান্ড সিরিজে তিনি বাংলাদেশ স্কোয়াডে আছেন।
শোনা যাচ্ছে, পেসার আবু জায়েদ রাহির বদলে তাসকিন বিশ্বকাপ দলে ঢুকতে পারেন। কিন্তু এ ব্যাপারে বিসিবি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আয়ারল্যান্ড সিরিজ শেষে তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগামী ১৭ মে।
শনিবার গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। এ সময় তিনি বলেন, ‘তাসকিনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ত্রিদেশীয় সিরিজের পর অনুশীলন দেখা হবে। কোচের একটা চাওয়া ভালো। তাসকিনের হাইট ভালো। আবার পেসও আছে। কিন্তু তাসকিন এখনো পুরোপুরি ফিট না। তার ফিটনেস লেভেল বলুন বা পারফরম্যান্স বলুন কোনোটিই আপ টু দ্য মার্ক না। যদিও সে প্রস্তুতি ম্যাচে তিন উইকেটে পেয়েছে কিন্তু তার বোলিং ভালো হয়নি।’
তিনি আরো বলেন, ‘ত্রিদেশীয় সিরিজের পরও দলে পরিবর্তন আনার জন্য সপ্তাহ খানেক সময় পাওয়া যাবে। আমরা ওই সময় সামগ্রিক দিক বিশ্লেষ করে দেখব। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’