মাহে রমজান

32

সেলিম সিকদার

শুভ লগ্নে সন্ধ্যার গগনে
একফালি মাহে রমজানের
খুশির ওই চাঁদ ওঠেছে
মুসলিম উম্মাহর মনে
আজ খুশির জোয়ার এসেছে।
বাছর ঘুরে সাবানের পরে
আকাশে খুশির চাঁদ ওঠেছে
গুনাহ মাফের সময় হয়েছে।
চাইবো ক্ষমা দুটি হাত তুলে
হিংসা-বিদ্বেষ ভেদাভেদ ভুলে
সেহরি খাও তারাবি পড়ো
ইফতারি করো রোজা রাখো
আল্লাহর কাছে ক্ষমা চাও
রহমত, মাগফিরাত ও নাজাতের
রমজান আবার এসেছে।
হিংসা-বিদ্বেষ সব ভুলে
ধনি-গরীব সকলে মিলে,
গাইবো খোদার গুণো গান
তুমি ক্ষমাশীল তুমি চির মহান
রোজা রাখো পড়ো আল কোরআন।
নামাজ পড়ে রবের নিকট
চাইবো ক্ষমা করে তওবা পাঠ,
চাইবো যত পাইবে তত
খুলে দিল রহমতের দার
কারণ আজ মাহে রমজান।