মা-জননী

38

দিপংকর দাশ

ধরার মাঝে মাকে ছাড়া
কেউ তো সুখি নয়,
মা-জননী থাকলে পাশে
স্বর্গ মনে হয়।

অসুখ হলে মায়ের চিন্তা
দ্বিগুণ বেড়ে যায়,
দিবা-নিশি সারা বেলা
সেবা করে মা’য়।

মায়ের মুখটি আমার কাছে
সুগন্ধি এক ফুল,
ক্ষমা করেন জননী মোর
করলে শতো ভুল।

হারাই যদি মায়ের হাসি
বাঁচবো কেমনে ভাই,
সকল কিছু হারালেও
মা’কে আমার চাই।

মায়ের মতো এই জগতে
আপন যে কেউ নাই,
জনম ভরে যেনো আমার
প্রিয় মা’কে পাই।