রমজানের হাসি

44

মঞ্জুর মোর্শেদ রুমন

বছর ঘুরে আবার এলো
মাহে রমজান,
তার দরবারে তোল হাত
যিনি মেহেরবান।

তার দরবারে হাত তুলে
অন্তর করো সাফ,
দয়ার সাগর জানি তিনি
করবেন তোমায় মাফ।

গরীব-দুঃখী লোকের প্রতি
বাড়াও তোমার হাত,
তবে তাদের আর কাটবেনা
দুঃখে প্রতি রাত।

ফিতরা যাকাত আদায় কর
সামর্থ্য যার যত ,
তবে ফুটবে সবার মুখে
হাসি অবিরত।