কমলগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

17

পিন্টু দেবনাথ কমলগঞ্জ থেকে :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হাটবাজার সমূহে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই মাছ, মাংস, কাচা মরিচ, কলা, লেবুসহ বিভিন্ন জিনিসের নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য আদায়, ওজনে কম দেওয়াসহ নানা অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। এসব বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার এর সহকারী পরিচালক মো. আল আমীন এর নেতৃত্বে শমসেরনগর বাজারে অভিযান চালিয়ে ৭৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে ওই কর্মকর্তা মতবিনিময়ে মিলিত হন। মঙ্গলবার বেলা ১২ টায় শমসেরনগর সাংবাদিক সমিতি কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার থেকে পবিত্র মাহে রমজান মাস শুরু হলেও প্রতিবারের মতো একটি সিন্ডিকেট চক্র দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে। মাছ, মাংস, কাঁচামরিচ, লেবু, কলাসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কোন কারণ ছাড়াই বৃদ্ধি করা হয়। এছাড়াও প্রাণী সম্পদ অধিদপ্তরের কোন রকম ছাড়পত্র ব্যতিত যত্রতত্র গরু, মহিষ জবাই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাম নির্ধারণ ছাড়াই ইচ্ছেমতো দামে মাংস বিক্রি করা হচ্ছে। ফলে চরম দুর্ভোগে পড়েন নি¤œ আয়ের লোকজন। এ ধরণের নানা অভিযোগের ভিত্তিতে শমসেরনগর বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠাণে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী কর্মকর্তা আল আমীন। জিনিসপত্রের নির্ধারিত মূল্য থেকে টাকা বেশি নেয়া, দোকানে মূল্য তালিকা না রাখা, ওজনে কম দেওয়া এসব নানা অপরাধে সবজি বাজারের সাজিদুর রহমান এর সবজি দোকানীকে ২ হাজার টাকা, সুমনের সবজির দোকানে এক হাজার টাকা, পাল স্টোরকে দুই হাজার টাকা, আলফালা বাণিজ্যালয়কে দুই হাজার টাকা, জুবায়ের ফলের দোকানকে ৫শ’ টাকা সহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করে।
পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী কর্মকর্তা আল আমীন কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমসেরনগরস্থ সংগঠনের কার্যালয়ে মতবিনিময় করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী কর্মকর্তা আল আমীন বলেন, জিনিসপত্রের মূল্যবৃদ্ধির বিষয়ে ব্যবসা প্রতিষ্ঠান সমূহকে বাধ্যতামূলক মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে। এছাড়া পরিস্কার পরিচ্ছন্নতা, বিশুদ্ধ খাবার ও সর্বোপরি সাংবাদিকসহ জনসাধারণকে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করার আহ্বান জানান।