এসএসসির ফলাফলে তাহিরপুরে শহরের চেয়ে গ্রামের স্কুল এগিয়ে

137

একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা যায় উপজেলা সদরের স্কুলগুলো থেকে গ্রামের স্কুলগুলো ভালো ফলাফল করেছে। উপজেলার ১৭টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল করেছে উপজেলা সদরের তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ১৭ টি বিদ্যালয়ের ফলাফল পর্যালোচনা করে দেখা যায় এ বিদ্যালয় থেকে ১০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৫২ জন কৃতকার্য হয়েছে ৪৮.১৫ শতাংশ ফলাফল নিয়ে তারা ১৭ নং স্থানে অবস্থান করছে। আর ১৬ নং স্থানে রয়েছে কাউকান্দি উচ্চ বিদ্যালয়। তাহিরপুরের একমাত্র সরকারী উচ্চ বিদ্যালয় তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ১৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৯৩ জন কৃতকার্য হয়েছে ৫২.৫৮ শতাংশ ফলাফল নিয়ে তারা ১৫ নং স্থানে রয়েছে। আর প্রথম হয়েছে আদর্শ উচ্চ বিদ্যালয় ও হাজি এমএ জাহের উচ্চ বিদ্যালয়। বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় থেকে ১জন এবং ট্যাকেটঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে ১ জন সহ মোট ৫ জন এ প্লাস পেয়েছে।
১৭ টি বিদ্যালয়ের ফলা পর্যালোচনা করে দেখা যায়, আদর্শ উচ্চ বিদ্যালয় ও হাজি এমএ জাহের উচ্চ বিদ্যালয় ৮৪.৮০ শতাংশ ফলাফল নিয়ে প্রথম স্থানে রয়েছে ৭৯.০৬ শতাংশ নিয়ে দ্বিতীয় হয়েছে ব্রহ্মণগাঁ আদর্শ উচ্চ বিদ্যালয়, ৭৭.১৪ শতাংশ নিয়ে তৃতীয় হয়েছে বাগলী উচ্চ বিদ্যালয়, ৭৬.৩০ শতাংশ নিয়ে চতুর্থ হয়েছে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়, ৭৬.০০ শতাংশ নিয়ে পঞ্চম হয়েছে ট্যাকেটঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, ৭১.৯০ শতাংশ নিয়ে ষষ্ঠ হয়েছে মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয়, ৬৯.৪০ শতাংশ নিয়ে অষ্টম হয়েছে জনতা উচ্চ বিদ্যালয়, ৬৯.৩০ শতাংশ নিয়ে নবম হয়েছে আলহাজ জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়, ৬৮.৭৫ শতাংশ নিয়ে দশম হয়েছে দক্ষিণকুল এসইএসডিপি উচ্চ বিদ্যালয়, ৬৮.৩০ শতাংশ নিয়ে ১১মত হয়েছে চানপুর উচ্চ বিদ্যালয়, ৬০.৯০ শতাংশ নিয়ে ১২ তম হয়েছে আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়, ৫৪.৯০ শতাংশ নিয়ে ১৩তম হয়েছে বালিজুরী হাজী এলাহি বক্স উচ্চ বিদ্যালয়, ৫৩.৮৪ শতাংশ নিয়ে ১৪তম হয়েছে বরদল উচ্চ বিদ্যালয়, ৫২.৮৪ শতাংশ নিয়ে ১৫তম হয়েছে তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, ৫২.১৭ শতাংশ নিয়ে ১৬ তর্ম হয়েছে কাউকান্দি উচ্চ বিদ্যালয় আর ৪৮.১৫ শতাংশ নিয়ে ১৭তম স্থানে রয়েছে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।