বিশ্বনাথের নরশিংপুরে প্রবাসীদের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

17

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথের নরশিংপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মো: সাজ্জাদুর রহমান, মো: লুৎফুর রহমান, মো: মুহিবুর রহমান, মো: হাবিবুর রহমান, আব্দুল মজিদ, আব্দুল মোমিন, মনোহর আলী, আব্দুন নুর ও ‘নরশিংপুর ওয়েলফেয়ার ট্রাস্ট বিশ্বনাথ ইউকে’র অর্থায়নে দেড় শতাধিক অসহায়দের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে নরশিংপুর গ্রামের ৪৩টি পরিবারকে পুরো রমজান মাসের খাদ্য সামগ্রী দেওয়া হয়।
ওই ৪৩টি পরিবারের প্রত্যেককে ৫৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি ছোলা, ৮লিটার সয়াবিন, ১ কেজি খাজুর। আর শাহজিরগাঁওয়ের খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২কেজি ছোলা, ২কেজি ডাল, ৪ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, ১ লিটার তেল, ৫০০ গ্রাম রসুন, ৫০০ গ্রাম আদা, ৫০০ গ্রাম খাজুর।
নরশিংপুর সাজ্জাদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ‘নরশিংপুর আল-মদিনা ইসলামী সমাজকল্যাণ যুব সংস্থা’র উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিল্পপতি আব্দুল মজিদ।
‘নরশিংপুর আল-মদিনা ইসলামী সমাজকল্যাণ যুব সংস্থা’র সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও কামাল আহমদ ও রাজু মিয়া খালেদের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসনেয়ারা বেগম, শিক্ষানুরাগী ইমরান হোসেন বাবুল, ইর্র্শাদ আলী, মাওলানা জালাল উদ্দিন, এখলাছুর রহমান ও মাওলানা নাসির উদ্দিন।