ছাতকে এসএসসি ও সমমান পরীক্ষায় শীর্ষে জালালাবাদ হাইস্কুল

11

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফলে ১৬টি জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে জালালাবাদ উচ্চ বিদ্যালয়। ১৬ টি জিপিএ-৫ লাভ করে ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয় রয়েছে ২য় স্থানে এবং ১৫টি জিপিএ-৫ পেয়ে ৩য় স্থানে রয়েছে ছাতক সরকারি বহুমুখী মডেল হাইস্কুল। এসএসসি ও সমমান পরীক্ষায় ৫হাজার ৩৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৪ হাজার ৪৫৬ জন। জিপিএ ফাইভ লাভ করেছে ৯৬ জন শিক্ষার্থী। পাসের হার শতকরা ৮৩.৫৪ ভাগ। এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ৩ হাজার ৯৭৫ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৩ হাজার ৪৭৬জন। জিপিএ-৫ লাভ করেছে ৭৫ জন শিক্ষার্থী। পাসের হার শতকরা ৮৭.৪৫ ভাগ। গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ৭টি, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ৬টি, মঈনপুর উচ্চ বিদ্যালয় ৫টি, আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ৪ এবং সমতা উচ্চ বিদ্যালয়, পালপুর উচ্চ বিদ্যালয়, নতুনবাজার উচ্চ বিদ্যালয়, এসপিপিএম উচ্চ বিদ্যালয় ও গনিপুর উচ্চ বিদ্যালয় ১টি করে জিপিএ-৫ লাভ করেছে। শতভাগ ফলাফল করেছে হায়দরপুর উচ্চ বিদ্যালয় ও বুরাইয়া উচ্চ বিদ্যালয়। দাখিল পরীক্ষায় ১০৮৪ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ৮২৪ জন শিক্ষার্থী। জিপিএ-৫ লাভ করেছে ৩ জন শিক্ষার্থী। পাসের হার শতকরা ৭৬ ভাগ। দোলারবাজার দাখিল মাদরাসা ও শাহসূফী মোজাম্মিল আলী দাখিল মাদরাসা শতভাগ ফলাফল করেছে। কারিগরি পরীক্ষায় ২৭৬ জনের মধ্যে কৃতকার্য হয় ১৫৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮ জন শিক্ষার্থী। এর মধ্যে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় কারিগরি শাখায় ৫৬ জনের মধ্যে ৩৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ লাভ করেছে ১৭জন। ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ২২০ জনের মধ্যে ১টি জিপিএ-৫ সহ কৃতকার্য হয়েছে ১১৯ জন শিক্ষার্থী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় ফলাফলে সন্তোষ প্রকাশ করে জানান ভবিষ্যতে আরো ভাল ফলাফল করতে হবে।