জগন্নাথপুরে কলকলিয়া বাজার এলাকায় সড়কের বেহাল দশা

31
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজার এলাকার ভাঙ্গাচোরা পানি জমে থাকা সড়ক।

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজার এলাকায় সড়কের বেহাল দশার কারণে জন ভোগান্তি বেড়েছে। দ্রুত এ সড়কের কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান ভুক্তভোগী জনতা।
সরজমিনে দেখা যায়, কলকলিয়া-তেলিকোনা সড়কের কলকলিয়া বাজার এলাকায় সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে। পুরো সড়কের বিভিন্ন স্থানের বড়-বড় গর্তের সৃষ্টি হয়ে বৃষ্টির পানি জমে আছে। প্রায় ৩০০ ফুট এরিয়ার ভাঙ্গাচোরা সড়কে জমে থাকা হাঁটু পানি মাড়িয়ে যানবাহন ও মানুষ চলাচল করছে। বিশেষ করে স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীরা বেশি বেকায়দায় পড়েন। তাদের নির্দিষ্ট স্কুল ড্রেস ভিজিয়ে সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। দীর্ঘ প্রায় এক বছর ধরে মাত্র ৩০০ ফুট সড়কের বেহাল দশার কারণে ভোগান্তির শিকার হয়ে আসছেন স্থানীয় জনতা।
এছাড়া গত কয়েক দিন আগে কলকলিয়া বাজারের ভাঙ্গাচোরা সড়কের পশ্চিম দিকের ছোট কালভার্টের একাংশ ভেঙে গর্ত হয়ে গেছে। যে কোন সময় গর্ত আরো বড় হয়ে কালভার্ট ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
এ ব্যাপারে কলকলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাসিম বলেন, সামান্য এ সড়কের কারণে দীর্ঘ এক বছর ধরে কলকলিয়া ইউনিয়ন বাসী কষ্ট পাচ্ছেন। তাই ইউনিয়ন বাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত এ সড়কের কাজ করতে হবে। সেই সাথে কালভার্টের ভেঙে যাওয়া অংশ মেরামত করা জরুরী হয়ে পড়েছে। পথচারী আবদুল খালিক ও আজিবুল হক বলেন, সড়কের করুণ দশার কারণে আমাদের কষ্টের শেষ নেই।
জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, এ সপ্তাহের মধ্যেই সড়কের মেরামত কাজ করা হবে। সেই সাথে দ্রুত কালভার্টের ভাঙনে কাজ করা হবে।