মধুবন মার্কেট সংলগ্ন স্থানের ৩টি অবৈধ দোকান উচ্ছেদ

50
মেয়র আরিফুল হকের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

স্টাফ রিপোর্টার :
নগরীর কোর্ট পয়েন্ট মধুবন সুপার মার্কেট সংলগ্ন ৩টি অবৈধ দোকান ঘর গুঁড়িয়ে দিয়েছে সিলেট সিটি কপোরেশন। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মধুবন মার্কেটের পশ্চিম পার্শ্বস্থ পুরান লেন গলির মুখে অবৈধভাবে গড়ে তোলা আল আমিন জুয়েলার্স ও একটি ফাস্টফুডের দোকান ঘর গুড়িয়ে দেয়া হয়। এছাড়া একই মার্কেটের পূর্ব পার্শ্বস্থ মা ফ্যাশন হাউস নামের দোকানও উচ্ছেদ করা হয়েছে।
এ বিষয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, যারা জায়গা দখল করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করেছেন, মার্কেট গড়ে তুলেছেন, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে, অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।
অভিযানের সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায় রায় চৌধুরী, সচিব বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।