ঘূর্ণিঝড় ফণি

38

কবির কাঞ্চন

ভারত হয়ে আসছে ধেয়ে
বাংলাদেশের দিকে,
এই বুঝি সব শেষ করে দেয়
বাংলা করে ফিকে।

দিকে দিকে সবার মুখে-
কপালে কী শনি,
কখন জানি আঘাত হানে
মহাবিপদ ‘ফণি’।

ঘূর্ণিঝড়ে সাপের মতো
ফণা যদি তোলে,
লণ্ডভণ্ড করে দিবে
মানবতা ভোলে।

ঘূর্ণিঝড় ফণির আতঙ্কে
কেমন করে বাঁচি,
অজানা এক শংকা বুকে
ভীষণ ভয়ে আছি।

দু’হাত তুলে প্রভূর কাছে
অসহায়ের চাওয়া,
জান আর মালের রক্ষাকারী
ঠেকাও ফণি’র ধাওয়া।