ফণী

47

সামিমা বেগম

ফণী নামক আসছে দানব ঝড়-জলোচ্ছ্বাস নিয়ে,
হে বিধাতা! রক্ষা করো তোমার রহম দিয়ে।
প্রাণটা যাবে কত জীবের উড়বে টিনের চালা,
তলিয়ে যাবে ফসলের ক্ষেত পড়বে মুখে তালা।
শত পাপি হলেও আমরা তোমারিতো সৃষ্টি,
তুমি ছাড়া আর কে দেবে স্নেহমাখা দৃষ্টি।
সৃষ্টিকূলকে তুমি ছাড়া কে বাঁচাবে বলো?
ফণী নামক ফণা তুলে ওই দানবটা এলো।
সারা বাংলার মানুষ আজকে করছে মোনাজাত,
দয়ার সাগর রহম করো বাঁচাও মানব জাত।
সাত সাগরের ফণা তুলে দানব কায়ার ফণী,
এই দুনিয়ায় প্রভু তোমায় ভাবি শিরোমণি।