সম্মিলত সহযোগিতা ছাড়া বিশ্বনাথকে এগিয়ে নেওয়া সম্ভব নয় -এসএম নুনু মিয়া

31

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া। গতকাল রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে (বিআরডিবি হল রুমে) এ মতবনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিকদের সহযোগীতা চেয়ে সভাপতির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অবহেলিত জনপদে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হচ্ছে, পাড়া গাঁয়েও বিদ্যুৎ পৌঁচেছে। তাই সরকারের এ উন্নয়ন অব্যাহত রাখতে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের পাশাপাশি বিশ্বনাথের সাংবাদিকদেরও সহযোগীতা প্রয়োজন। কারণ সকলের সম্মিলত সহযোগিতা ছাড়া বিশ্বনাথকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আমির আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, অলংকারী ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি আশিক আলী, সাংবাদিক কাজী জামাল উদ্দিন ও আব্বাস হোসেন ইমরান।
সভায় উপস্থিত ছিলেন, দেওকলস ইউনিয়ন চেয়ারম্যান তাহিদ মিয়া, দশঘর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান ছাতির, খাজাঞ্চী ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গির আলম খায়ের, সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, প্রচার সম্পাদক মিছবাহ উদ্দিন, নির্বাহী সদস্য কামাল মুন্না, শুকরান আহমদ রানা, সহযোগী সদস্য বদরুল ইসলাম মহসিন ও কাওসার আলী।